হাই সবাই কেম আছেন আজ একটু অন্যরকম লেখা লেখব আশাকরি বুঝে গেছেন হু রাইট আজকের টপিক Blue While Games নিয়ে কি এই Blue While কি আছে এর মধ্যে যার জন্য মানুষ মারা যায় কথাটা কি শত্যি নাকি মিথ্যা সবার মধ্যেই এই প্রশ্ন । কোন সমস্যা না আমরা আজকেই পুর ঘটনা যেনে যাব একটু পরেই । আমি খুব সহজ ভাষায় কিছু কথা বলব যনি এই Game যিনি তৈরি করেছেন ওনি নিযে বলেছেন যারা এই গেইম খেলার পর আত্মহত্যা করেছেন বা করার কথা ভাবছেন তারা হচ্ছে দেশের কিট তাদের এই পৃথিবীতে কোন দরকার নাই এগুলাে মানুষ রূপী বির্য এগুলার ব্রেইন কোন কাজ করেনা । এই গেইমটা যারা খেলছে অনেকেই শেষ করেছে কিন্ত মারা যায়নি তার মানে তারা গেইম এ success না তারা কিন্তু তারা তার মা, বাবা, ভাই, বোন তাদের কাছে success এই গেইম এর success হচ্ছে মরন সো তারা বলছে যারা এই গোইম খেলে আত্মহত্যা করেছে তারা হচ্ছে দেশের ময়লা আর্বজনা তাদের কোন দরকার নাই ।
কিভাবে খেলা হয আসুন একটু যারা চেষ্টা করিন। এটি মোবাইল এবং ডিজিটাল এপ্লিকেশন এর মাধ্যমে খেলা হয় ইন্টারনেট এর যেসব অন্ধকার জগৎ আছে তার মাধ্যে একটি যারা খেলে তাদের এমন ভাবে আশক্ত করা হয় তারা শুরুতেই শিকারক্তি নিয়ে নেয যে এই গেইম থেকে কিন্তু ফেরার উপায় নাই এখানে আত্মহত্যা করতে হবে আরো অনেক কিছু যা বলবে সব কিছু করতে হবে । এই বাবে ব্রেইন ওয়াশ করে তাদের মাথাটা খেয়ে থলে এক পর্যায়ে মরন ফাদে পা দেয় । এই ছিল আজকের লেখা আমি কি বুঝাতে চেয়েছি যানিনা বুঝাতে পেরেছি কিনা আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন ।
ধন্যবাদ।।।