support@shipsoft.net

কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট অটো ব্যাকআপ এবং অাগের অবস্থানে ফিরিয়ে আনবেন – 5

Shipon Karmakar 18/Apr/2018

সবাই কেমন আছেন আজকে আমরা খুব জরুরি একটি বিষয় নিয়ে দেখব বিসয়টি হচ্ছে কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট অটো ব্যাকআপ ( WordPress site auto backup ) রাখা যায় এবং কোন কারনে সাইট ডিলিট হয়ে গেলে কিভাবে অগের অবস্থানে ফিরিয়ে আনা যায় এই বিষয় গুলো নিয়ে দেখব। এই অটো ব্যাকআপটি সিষ্টেমটি চালু করার পর আপনার সাইটকে কষ্ট করে ব্যাকআপ রাখতে হবেনা API এর মাধ্যমে Google Drive বা Dropbox এর সার্ভারে অটো ব্যাকআপ হয়ে যাবে API এর কথা শুনে ভয় পাবেননা আপনাকে কিছুই করতে হবেনা API নিয়ে যা করার প্লাগিন-ই করে দিবে।

 

আমরা প্রথমে একটি সাইটে এই ব্যাকআপটি চালু করব তার পর সাইটি ডিলিট করে দিব ডিলিট করার পরে আবার কিভাবে আগের যায়গায় আনা যায় দেখব। চলুন ভিডিউটি দেখে নেই।

 

ধন্যবাদ কেমন লাগল অবশ্যই যানাবেন ।

 

SHARE NOW

কমেন্ট করুন

পোষ্টটি দেখা হয়েছে: 1804 বার