কিভাবে ওয়ার্ডপ্রেস গুটেনবার্গ ডিজেবল করবেন অনেকেই WordPress 5.0 ভার্ষনে গুটেনবার্গ ( GutenBerg ) এর ভয়ে ওয়ার্প্রেস আপডেট করছেন না তাদের জন্য আমাদের আজকের এই টিউটরিয়াল। আমরা জানি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস December 6, 2018 গুটেনবার্গ রিলিজ করেছে এবং আমাদের ড্যাশবোর্ডে অলরেডি নোটিফিকেশন চলে এসেছে আপডেট দেওয়ার জন্য, কিন্তু আমরা অনেকেই আপডেট দিচ্ছিনা গুটেনবার্গ এর ভয়ে ভয়ের কিছু নাই ভাই কিছুক্ষন এর মধ্যে আপডের দিয়ে দিবেন ভিডিওটি দেখার পর। চলুন আমরা দেখে নেই কিভাবে ডিফল্ট এডিটরে যাওয়া যায় গুটেনবার্গ থেকে।
আজকের ভিডিওতে যা যা দেখানো হয়েছে
- আমরা দেখব গুটেনবার্গ এর সাথে কোন থার্টপার্টি পেইজ বিল্ডার ব্যাবহার করা যায় কিনা
- আমরা দেখব কিভাবে গুটেনবার্গ এডিটর ( Gutenberg Editr ) ডিজেবল করতে হয়
- কিভাবে গুটেনবার্গ এডিটর এবং ক্লাসিক এডিটর এক সাথে ব্যবহার করা যায়
- আমরা দেখব কিভাবে শুধু পেইজ এডিটরে কিভাবে গুটেনবার্গ ডিজেবল করতে হয়
বিস্তারিত ভিডিউতে দেখানো হয়েছে আশা করি ভিডিউটি দেখার পর আপনার ওয়ার্ডপ্রেস ৫ এ আপডেট করতে সমস্যা হবেনা।