হাই সবাই কেমন আছেন? আজকে আমরা শিখব কিভাবে PSD সাবমিট করতে হয়, এই বিষয় গুলো নিয়ে দেখানো হয়েছে। যারা একদম নতুন তারা অবশ্যই ভালভাবে কাজ শিখে সাবমিট করবেন। আমাদের করানো কোর্সটা আপনি শেষ করে কম পক্ষে ৫-৬ টা পিএসডি ( PSD ) ডিজাইন করবেন দেখে দেখে তার পর নিজে থেকে ১-২ টা করবেন তাতে দেখবেন আপনার ডিজাইন ( Design ) নিয়ে খুব ভাবলো আইডিয়া চলে আশবে, আপনি নিজে থেকে একটি ডিজাইন করে সাবমিট করুন এবং সাবমিট করার আগে দেখে নিবেন Themeforest যে টেম্পলেট গুলো আছে ওই গুলোর মত আপনার ডিজাইনটা Standerd হয়েছে কিনা।
তাহলে চলুন আর দেরি না করে ভিডিউটি দেখে নেই ।
ধন্যবাদ ।