হাই সবাই কেমন আছেন হেডিং দেখেই বুঝে গেছেন আজকের পোষ্ট কি নিয়ে, আজ আপনাদের দেখাব Themeforest এ Template সাবমিট করতে গেলে যে ১২ টা পয়েন্ট আপনাদের মেনে কাজ করতে হবে তাহলে চলুন শুরু করা যাক
-
(১) আপনি যখন কোন জেকুয়েরি কোড লিখবেন যেমন :
$(‘#menu’).slicknav({
label: ‘Something’,
id: ‘idname’,
});
এইখানে দেখুন ২টা পেরামিটার প্রতিটার একটা করে ভেলু এবং প্রতিটা পেরামিটার এর শেষে একটা করে কমা কিন্তু Themeforest এর নিয়ম হল শেষের পেরামিটারে কমা দেওয়া যাবেনা যেমন :
$(‘#menu’).slicknav({
label: ‘Something’,
id: ‘idname’
});
-
(২) আপনাকে অবশ্যই সিএসএস এর প্রতিটা সেকশনে কমেন্ট করে দিতে হবে ক্লাইন্ট আপনার টেম্পলেটটা কিনলে যেন সহজে সব কিছু বুঝতে পারে এবং কেথায় কোন কমেন্ট এটার জন্য একটা টেবিল বানিয়ে দিবেন যেমন :
/*——————————————————————
[Table of contents]1. Body
2. Header
3. Footer
——————————————————————-*/
এইভাবে আপনি যেখনে যেই কমেন্ট দিয়েছেন সিরিয়াল করে সব লিখে দিবেন
-
(৩) জেকুয়ারি লিখার সময় এক ফাংশন ২বার লিখা যাবেনা যদি একটা ফাংশন দিয়ে সব কিছু করা যায় তাহলে একি ফাংশন ২ বার কেন লিখবেন যেমন :
(function($){(function($){ “use strict”;
scrollToTop(‘.scrolltotop a’);
});(function($){ “use strict”;
$(‘body’).addClass(‘preloader-active’);
});
আমরা এখনে Scrolltotop একটা ফাংশনে লিখেছি এবং Preloader এর জন্য আর একটা ফাংশন লিখেছি এইকানে আমরা ১টা ফাংশন দিয়েই চাইলে করতে পারতাম যেমন :
(function($){(function($){ “use strict”;
scrollToTop(‘.scrolltotop a’);$(‘body’).addClass(‘preloader-active’);
});
-
(৪) আপনার কোড গুলো আবশ্য W3 validation চেক করে নিবেন চেক করার জন্য এই সাইটে যেতে পারেন W3 validation
-
(৫) অবশ্যই Console Error আছে কিনা চেক করে নিবেন Console Error চেক করার জন্য Chrome Browser ব্যবহার করাই বেস্ট
-
(৬) আপনার টেম্পলেটের সব ইমেইজ ঠিক ভাবে লিংক করানো হয়েছে কিনা দেখে নিবেন এবং যে ইমেজ গুলো আপনার টেম্পলেটে নেই সেগুলো অবশ্যই কেটে দিবেন
-
(৭) আপনার টেম্পলেটে যদি অনেক গুলো পেইজ থকে তাহলে ভাল ভাবে চেক করে নিবেন লিংক গুলো কাজ করছে কিনা
-
(৮) আমরা যখন কোন মেনু তৈরী করব তখন তার আগে অবশ্যই nav টেগ ব্যবহার করা লাগবে না করলেও কোন সমস্যা নেই কিন্তু Themeforest এর নিয়ম এই ভবেই করতে হবে
-
(৯) আপনার টেম্পলেটে যে ইমেইজ গুলো আছে অবশ্যই Placeholder করে দিবেন Placeholder বানানোর জন্য https://placeholder.com/ এই সাইটে যেতে পারেন
-
(১০) জেকুয়ারির সব ফাইল অবশ্যই সবার নিচে কল করবেন
-
(১১) আমরা যখন জেকুয়ারির কোন মেথড লিখি যেমন :
$(‘.menu’).click(function(){
});
এই ভাবে লিখি কিন্তু ১০০% রিজেক্ট দিবে এটা লিখতে হবে এই ভাবে যেমন :
$(‘.menu’).on(‘click’, function(){
});
-
(১২) আমরা যখন জেকুয়েরি লিখা শুরো করি যেমন :
(function($){
});
এই ভাবে লিখি এই ভাবে লিখলে রিজেক্ট দিবে সো এই ভাবে লিখা যাবেনা তাহলে কিভাবে লিখবেন :
(function($){
“use strict”;
})(jQuery);
এই খানে “use strict”; এটা সবার উপরে দিতেই হবে
আজ এই পর্যন্ত যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন ।।।
বানান ভুল এর জন্য সরি ।।