support@shipsoft.net

Sublime Text Editor টিউটরিয়াল পার্ট – ৪

Shipon Karmakar 30/Aug/2017

বন্ধুরা সবাই কেমন আছেন Sublime Text Editor পার্ট – ৪ তে আপনাদের স্বাগতম । আজ আমরা দরুন একটা জিনিষ শিখব এটা করার পর আমি ১০০% গেরন্টি দিয়ে বলতে পারি আপনি অন্য Editor থেকে Sublime কে বেশি পছন্দ করবেন এটা করার পর। আজ আমরা শিখব কিভাবে সাবলাইমে খুব সুন্দর একটি থিম  ইনিষ্টল করব এবং আর একটা জিনিষ খেয়াল করে দেখবেন আমরা যখন একটা থিম ইনিষ্টল করি দেখবেন সাইডবার এর কালার পরিবর্তন হয় না আজ এই টিউটরিয়ালে এই বিষয় গুলো নিয়ে বিস্তারিত দেখব। আশা করি আপনাদের ভাল লাগবে কারন Developer এর Text Editor খুব ভাল ভালবাসার একটি জিনিষ সবাই বোউকে শারি গহনা কিনে দেয় আর Developer সারা দিন যা দিয়ে কাজ করে সেটাকে সুন্দর করার চেষ্টা করে যাই হোক অনেক মজা করে ফেলেছি এখন একটু মন দিয়ে ভিডিউটা দেখি এবং অবশ্যই সবার সাথে শেয়ার করি ।

ধন্যবাদ।

Theme Link : https://github.com/thinkpixellab/flatland

SHARE NOW

কমেন্ট করুন

পোষ্টটি দেখা হয়েছে: 1250 বার