সবাই কেমন আছেন আাশা করি ভাল আছেন , আজ আমরা একটু একটু হটতে হটতে অনেক দূর চলে এসেছি , আমরা আজকের টিউটরিয়ালে Themeforest এর PSD পুরোপুরি ভাবে শেষ করব আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি কিভাবে একটি পিএসডি তৈরি করতে হয় । আশা করি এই টিউটরিয়াল গুলো যে কেউ দেখলে খুব সহযে শিখতে পারবেন , আর যদি না পারেন তাহলে আমি ধরে নিব আপনি সঠিক ভাবে চেষ্টা করেননি তার পরও যদি কোন সমস্যা হয় অবশ্যই আমাদের গ্রুপে পোষ্ট দিবেন । আমার পক্ষ থেকে সবার জন্য দোয়া / আশির্বাদ রইল যদি আমাদের টিউটরিয়াল দেখে একটু হলেও উপকার হয় তাহলে আমাদের গ্রুপে একটা পোষ্ট দিয়ে জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ।
যারা এখনো Themeforest Quality PSD ফ্রি কোর্সটি শুরো করেননি এখান থেকে শুরো করুন একটা ট্রেনিং সেন্টার থেকে এই কোর্সটা করতে গেলে ৮-১২ হাজার টাকা যাবে । একটা Premium কোর্সে যা দেখানো হয় তার থেকেও বেশি দেখানো চেষ্টা করেছি বাকিটা আপনাদের চেষ্টা উপর নির্ভর করবে ধন্যবাদ । আমি কারো কাছ থেকে ধন্যবাদ চাইনা শুধু এটাই চাই আপনারা টিউটরিয়াল গুলো শেয়ার করুন যেন সবার কাছে টিউটরিয়াল গুলো পৈাছাতে পারে অনেকেই টাকার সমস্যার কারে কোর্স গুলো করতে পারেনা তাদের জন্য কিছুটা হলেও উপকার হবে ।
কোর্স লিংক : https://goo.gl/17owcD
গ্রুপ লিংক : https://goo.gl/qrH1nS