সবাই কেমন আছেন অনেক দিন পর আজ টিউটরিয়াল দিলাম । এত ব্যাস্ততার মাঝেও আপনাদের কিছুনা কিছু দেওয়ার চেষ্টা করি। আজেকে দেখানো হয়েছে কিভাবে কাউন্টার সেকশন তৈরি করতে হয় কোন প্রকারা প্লাগিন (Plugin) ব্যাবহার না করে। আমাদের এই কোর্সটি যে কোন যায়গা থেকে করলে ১০ হজার টাকা দিয়ে করতে হত কিন্তু আমরা একদম ফ্রিতে দিচ্ছি তার বিনিময়ে কিছুই নিচ্ছিনা। আমার এই কষ্টের বিনিময়ে আপনাদের কাছে একটাই চাওয়া সবার সাথে টিউটরিয়াল গুলো শেয়ার করবেন অবশ্যই যদি আপনার ভালোলাগে । তাহলে চলুন আর দেরিনা করে ভিডিউটি দেখে ফেলি
ধন্যবাদ ।