support@shipsoft.net

Themeforest Quality PSD to HTML টেম্পলেট টিউটরিয়াল – 1

Shipon Karmakar 11/Oct/2017

সবাই কেমন আছেন আশাকরি ভাল আছেন। আপনাদের কথা দিয়েছিলাম Themeforest Quality PSD to HTML এর টিউটরিয়াল দেব আজ থেকে এই কোর্সটি শুরু হল আশা করি আপনাদের ভাল লাগবে। আমি জানি না কেমন লাগবে যদি কিছুটাও ভাল লাগে আমি নিজেকে ধন্য মনে করব। এই কোর্সটি প্রিমিয়াম দেওয়ার কথা ছিল কিন্তু এটি একদম ফ্রিতে দেওয়া হয়েছে , তবে আপনি চাইলে এই কোর্স এর জন্য অনুদান দিতে পারেন Shipsoft এর উন্নয়ন এর জন্য ২০০টাকা থেকে – ৫০০টাকা এর মধ্যে আপনার সামর্থের মধ্যে যা পারেন। যদি আপনার সামর্থ না থাকে আমার কোন দাবি নাই  ।

কিভাবে টাকা পাঠাবেন ?

  • বিকাশ : 018666 45045
  • রকেট : 018666 450459

এখন আশি কে কে এই কোর্সটি করতে পারবেন এবং কি কি জানতে হবে কোর্সটি করলে।

  • HTML and CSS  খুব ভাল ধারনা থাকতে হবে 
  • Bootstrap জানতে হবে 
  • PSD to HTML মুটামুটি জানতে হবে 
  • Responsive জানতে হবে

এই বিষয় গুলো নিয়ে মুটামুটি ধারনা না থকলে আপনাদের কাজ করতে সমস্যা হবে সোতরাং যদি এই বিষয় গুলো জানা না থাকে অবশ্যই শিখে তারপর এই কোর্সটি করুন ।

আমরা যে PSD নিয়ে কাজ করব এটি একটি Premium PSD Template এভাবে শেয়ার করা ঠিক হবেনা তাও আপনাদের শেখার জন্য পিএসডিটি শেয়ার করা হল । কেমন লাগছে অবশ্যই জানাবেন ।

আমি আশাকরি আপনি যদি ঠিক ভাবে কোর্সটি শেষ করেন আপনার Themeforest  এ কাজ করতে কোন সমস্যা হবেনা । আপনাদর যদি ভাললাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন ।

ধন্যবাদ ।

SHARE NOW

কমেন্ট করুন

পোষ্টটি দেখা হয়েছে: 4331 বার