support@shipsoft.net

Addon ডোমেইন কি এবং কিভাবে এড করবেন – 5

Shipon Karmakar 05/Feb/2018

হাই সবাই কেমন আছেন আজকে আমরা Addon Domain নিয়ে কথা বলব এডন ডোমেইন কি কেন ব্যবহার করে এই প্রশ্নটা অনেকের মুখে শুনি আশা করি আজকের ক্লাশটা শেষ করলে এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো-চলুন আমরা জেনে নেই প্রথমে আমরা দেখি কেন এডন ডোমেইন ব্যবহার করব এবং কি এঢন ডোমেইন।

 

এডন ডোমেইন কি :

এডন ডোমেইন হচ্ছে আপনি একটি Cpanel এর মধ্যে অনেক গুলো ডোমেইন এড করতে পারবেন এটাকেই সাধারনত এডন Domain বলা হয়।

 

কেন এডন ডোমেইন ব্যবহার করব :

মনে করুন আপনার একটি হোষ্টিং আছে আপনি সেই হোষ্টিং-এ ১টি ডোমেইন এড করে রেখেছেন আপনি আরো ১টি ডোমেইন কিনেছেন তাহলে আপনার আরো একটি হোষ্টিং কিনতে হবে কিন্ত আপনি চাইলে আপনার আগের হোষ্টিং-এ এডন ডোমেইন হিসাবে আপনার নতুন ডোমেইনটি এড করতে পারেন

 

এই বিষয় গুলো নিয়ে আরো বিস্তারিন বলা হয়েছে ভিডিউতে যদি কোন সমস্যা হয় অবশ্যই জানাবেন

 

ধন্যবাদ।

 

SHARE NOW

কমেন্ট করুন

পোষ্টটি দেখা হয়েছে: 3376 বার