হাই সবাই কেমন আছেন আজকে আমরা দারুন একটি বিষয় নিয়ে দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস দুই ফ্যাক্টর প্রমাণীকরণ ( WordPress Two factor authentication ) করতে হয়। আমরা ফেইসবুক জিমেইল এ যেভাবে Two factor authentication ঠিক সেই ভাবই এখন থেকে আপনি আপনার সাইটে Two factor authentication দিতে পারবেন কোন প্রকরা যামেলা ছাড়া। এটা দেওয়া থাকলে হ্যাকিংয়ের হাত থেকে অনেকটা রক্ষা পাবে আপনার সাইট। টু-স্টেপ ভেরিফিকেশন পদ্ধতিতে বিভিন্ন ওয়েবসাইট সেগুলোর ব্যবহারকারীদের ইউজারনেম-পাসওয়ার্ড ছাড়া দ্বিতীয় একটি উপায়ে পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়। এটি ব্যবহার করলে আপনার সাইটের পাসওয়র্ড কেউ যেনে গেলেও লগইন করতে পারবেনা যত ক্ষন ভেরিফিকেশন কোড না দেওয়া হবে। চলুন ভিডিওটি দেখে কাজ শুরু করি।
Google Authenticator – Two Factor Authentication (2FA): https://wordpress.org/plugins/miniorange-2-factor-authentication/
ধন্যবাদ